নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১, নিখোঁজ ২৫

আন্তর্জাতিক ডেস্ক: | ১৯ জুন ২০২৩, ০৬:১৯

সংগৃহীত ছবি

নেপালের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট হঠাৎ বন্যা-ভূমিধসে একজন নিহত ও ২৫ জন নিখোঁজ হয়েছেন। চলতি বর্ষা মৌসুমের বৃষ্টিপাত শুরুর পর এটিই প্রথম প্রাণহানি।

রোববার (১৮ জুন) দেশটির সরকারি কর্মকর্তা বিমল পাউডেল বলেছেন, প্রবল বর্ষণে পূর্ব নেপালের সাংখুয়াসভা জেলার হেওয়া নদীর ওপর নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্প ভেসে গেছে। এতে এই প্রকল্পের ১৬ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে বন্যা কবলিত এলাকায় তল্লাশি চালানোর সময় পুলিশ একজনের মরদেহ উদ্ধার করেছে।

এছাড়া ভারত-সীমান্ত লাগোয়া দেশটির পূর্বাঞ্চলের তাপলেজুং ও পাঁচথার জেলায় আকস্মিক বন্যা এবং ভূমিধসে ৯ জন নিখোঁজ হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

তথ্যসূত্র: রয়টার্স।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর