আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরে একটি মসজিদে জুমার নামাজ আদায়ের সময় বোমা বিস্ফোরণের ইমামসহ অন্তত ১২ মুসল্লি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
জানা যায়, কাবুল প্রদেশের শাকারদারাহ জেলার একটি মসজিদের ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় মসজিদে জুমার নামাজ চলছিল। ঘটনার পর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে উল্লেখ করে কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ জানান, আগে থেকেই মসজিদটির ভেতরে বিস্ফোরক রাখা ছিল।
ঈদ উপলক্ষে গত সোমবার আফগান সরকার ও তালেবানদের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু এই যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির চার জায়গায় পৃথক বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হন। এরপর আজ জুমার নামাজ আদায়ের সময় একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। সেখানে মারা যান ১২ জন।
দেশটিতে ক্রমাগত বিস্ফোরণ দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির শান্তি বিনষ্ট করেছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
আপনার মূল্যবান মতামত দিন: