আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাদাখশান প্রদেশে একটি মসজিদে বোমা হামলার ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৫০ জন।
বৃহস্পতিবার (৮ জুন) সকালে বাদাখশান প্রদেশের ফৈজাবাদে একটি মসজিদে নামাজের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।
তোলো নিউজের খবরে বলা হয়েছে, মসজিদে তালেবান কর্মকর্তাদের টার্গেট করে বোমা হামলা চালানো হয়েছে। মসজিদে তখন বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদির জানাজার নামাজ চলছিল। সে সময় একটি বিস্ফোরণ ঘটে।
প্রসঙ্গত, ৫ জুন নিসার আহমেদ আহমাদি এক গাড়িবোমা হামলায় নিহত হন। ওই গাড়িবোমা হামলার দায় স্বীকার করে আইএস জঙ্গি গোষ্ঠী।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: