পুতিন বাঙ্কারে, বাইরে ডামী পুতিন, রাশিয়া বলছে ‘গুজব’

আন্তর্জাতিক ডেস্ক | ৬ মে ২০২৩, ০৫:৪০

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিরাপত্তার স্বার্থে পারমাণবিক হামলা প্রতিরোধী বাঙ্কারে বেশির ভাগ সময় কাটাচ্ছেন। আর বাইরে যাকে দেখা যায়, তিনি নাকি পুতিনের মতোই দেখতে অন্য আরেক ব্যক্তি এমন তথ্য পেয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা। তবে রুশ প্রেসিডেন্টকে নিয়ে এমন তথ্যকে ‘গুজব’ বলছে ক্রেমলিন।

সম্প্রতি রাজধানী মস্কোয় এক সম্মেলনে এসব কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, পুতিনের মতো দেখতে অনেকেই নাকি আছেন, যারা তার বদলে কাজ করছেন। আর পুতিন বাঙ্কারে রয়েছেন। এটা আরেকটি মিথ্যা।’

রাশিয়ার প্রেসিডেন্ট শারীরিকভাবে অসুস্থ-এমন তথ্যও গুজব বলে দাবি করে আসছে মস্কো। গত মাসে মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এ সময় তিনি বলেছিলেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রুশ জনগণ আবার পুতিনকে সমর্থন জানাবে, এ বিষয়ে তিনি নিশ্চিত।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর