মিয়ানমারে বিমান হামলা, নিহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক | ১২ এপ্রিল ২০২৩, ০১:৩৫

ছবিঃ সংগৃহীত

মিয়ানমারের পাজিগি শহরে দেশটির সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে সাগাইং এলাকার বাসিন্দাদের উদ্ধৃত করে এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা। সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ দখলের পর এটিই সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে বলছেন অনেকে।

যে শহরে হামলা চালানো হয়েছে সেটি দুই বছর আগে সংঘটিত অভ্যুত্থানের বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত। আল-জাজিরা জানায়, বাসিন্দারা একটি প্রশাসনিক অফিসের উদ্বোধনের জন্য জড়ো হওয়ার সময় এই বিমান হামলা চালানো হয়। সকাল সাতটা ৩৫ মিনিটে জেট বিমান থেকে এই হামলা চালানো হয়। এ সময় একাধিক এমআই-৩৫ হেলিকপ্টারও জেট বিমানের সঙ্গে ছিল।

মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছেন। নিহত সবাই বেসামরিক লোক এবং স্থানটি বৈধ সামরিক লক্ষ্যবস্তু থেকে দূরে থাকলেও এমন হামলার জন্য উদ্বেগ প্রকাশ করছে অনেকেই।

তবে এ ঘটনায় মিয়ানমারের সামরিক শাসকদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর