গাজায় ইসরাইলের হামলায় নিহত বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক | ১৩ মে ২০২১, ০৫:২৭

ছবি: ইন্টারনেট

গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন তিনশ’র বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ১৪ শিশু ও ৩ নারী রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

দখলদার ইহুদিবাদী জঙ্গিবিমানগুলো গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করায় হতাহতের এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ফিলিস্তিনের তিনজন প্রতিরোধ যোদ্ধা রয়েছেন।

এদিকে গাজা থেকে ইসরাইলে এক হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ইসরাইলি বাহিনী জানিয়েছে।

ইসরাইলি গণমাধ্যম দৈনিক হারেৎজ আজ (বুধবার) জানিয়েছে, ফিলিস্তিনিদের রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলে ছয় জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এশকেলন শহরে দুইজন, তেল আবিবের রিশন এলাকায় একজন প্রাণ হারিয়েছেন। ট্যাংক বিধ্বংসী রকেটের হামলায় একজন নিহত হয়েছে বলেও পত্রিকাটি জানিয়েছে, তবে কোথায় ঘটনাটি ঘটেছে তা উল্লেখ করেনি।

ফিলিস্তিনিদের হামলায় গোটা ইসরাইলের জীবনযাত্রাই ব্যহত হচ্ছে বলে ইসরাইলি পত্রিকায় স্বীকার করা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর