শ্রমিক ধর্মঘটে অচল ফ্রান্সের রাজধানী প্যারিস

আন্তর্জাতিক ডেস্ক: | ১৫ মার্চ ২০২৩, ২০:৪৮

সংগৃহীত ছবি

শ্রমিকদের ধর্মঘটের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের চারপাশের রাস্তায় ময়লার স্তূপ জমে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে করে বেশ বিপাকে পড়েছেন নগরবাসী ও পর্যটকরা।

ম্যাক্রোঁ সরকারের পেনশনের বয়সসীমা ৬২-৬৪ বছর করার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এক সপ্তাহ ধরে বর্জ্য সংগ্রহকারীদের ধর্মঘটের কারণে প্যারিসের বিশাল এলাকার রাস্তায় জমেছে ময়লার স্তূপ। যার পরিমাণ পাঁচ হাজার ৬০০ টনের বেশি। প্যারিস ছাড়াও নান্তেন, রেঁনস ও লে হাবরেও এ ধর্মঘটের প্রভাব পড়ছে।

রাস্তায় ময়লার স্তূপ জমে যাওয়ায় আইফেল টাওয়ার ও এর আশপাশের এলাকায় কমেছে পর্যটক। দুর্গন্ধ আর ইঁদুরের উৎপাতে বন্ধ রাখা হয়েছে বেশকিছু হোটেল ও রেঁস্তোরা। বিশেষজ্ঞদের মতে ময়লার স্তূপের কারণে কয়েকগুণ বেড়েছে ইঁদুরের সংখ্যা। বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

পথচারীদের নিরাপদে চলাচল নিশ্চিতে দ্রুতই রাস্তা থেকে উচ্ছিষ্ট খাবার, ময়লার ব্যাগ সরিয়ে ফেলা হবে বলেপ্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর