ইউক্রেন আক্রমণ করা পুতিনের ‘ভুল’ ছিল : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | ২১ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১২

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পুতিন ভেবেছিলেন ন্যাটোকে ঐক্যবদ্ধ রাখতে পারব না। আমরা ঐক্যবদ্ধ থাকব না। ইউক্রেনের পক্ষে কেউ থাকবে না, তিনি এমন মনে করেছিলেন। পুতিনের ইউক্রেন আক্রমণের পরিকল্পনা ‘ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন বাইডেন।    

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে এক সংবাদ সম্মেলনে বাইডেন এ কথা বলেন।

বাইডেন বলেন, পুতিন ভেবেছিলেন তিনি আমাদের ছাড়িয়ে যেতে পারবেন। তবে তিনি এখনো এমন ভাবছেন, সেটা মনে করি না। পুতিন ভুল করেছেন। ইউক্রেন আগ্রাসনের একবছর পরে এখন এটি প্রমাণিত।

দূরপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়ে হঠাৎ ইউক্রেন সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তির চারদিন আগে উচ্চ-নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বাইডেন এই ঝটিকা সফরে গেলেন। এর আগে পোল্যান্ড সফরে যান বাইডেন। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুজার সঙ্গে সাক্ষাতের পর তিনি ইউক্রেন যান।

বাইডেনের কিয়েভ সফর ঘিরে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিংবা বিমান হামলার কোনো খবর পাওয়া যায়নি।

ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ সফরে আসা বাইডেনের সঙ্গে দূরপাল্লার অস্ত্র নিয়ে আলোচনা করেছেন তিনি। হোয়াইট হাউজ বলেছে, শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা এবং ইউক্রেনে সামরিক সহায়তার ঘোষণা দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর