রাশিয়ার সাথে সাময়িক যুদ্ধবিরতিতে যাচ্ছেনা ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | ২০ নভেম্বর ২০২২, ০৭:২৪

ছবিঃ ইন্টারনেট

রাশিয়ার সঙ্গে ‘সাময়িক যুদ্ধবিরতিতে’ যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি মনে করেন, এটি কেবলমাত্র পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে।

শুক্রবার রাতে হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে সম্প্রচারিত বক্তব্যে ইউক্রেনের নেতা জানান, ফের শক্তি অর্জনে রাশিয়া এখন সাময়িক যুদ্ধবিরতির সুযোগ খুঁজছে। একে যুদ্ধের সমাপ্তি বলা যাবেনা। এ ধরনের সাময়িক যুদ্ধবিরতি পরিস্থিতিকে কেবল আরও খারাপ করবে। শুধুমাত্র রাশিয়ান আগ্রাসনের সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমেই সত্যিকারের বাস্তব, স্থায়ী ও সৎ শান্তি আসবে। খবর এএফপির।

রাশিয়ার ফেব্রুয়ারির আগ্রাসনের ফলে ছড়িয়ে পড়া প্রায় নয় মাসের যুদ্ধের অবসানে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র কিয়েভকে চাপ দিচ্ছে এমন কথা প্রত্যাখ্যান করে হোয়াইট হাউস আগের দিন জানায়, রাশিয়ার সঙ্গে কখন আলোচনা শুরু করতে হবে তা কেবলমাত্র জেলেনস্কি সিদ্ধান্ত নিতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর