তিমির ধাক্কায় নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১২ সেপ্টেম্বর ২০২২, ০০:০৪

সংগৃহীত

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড শহরে ১১ আরোহী নিয়ে একটি নৌকা গন্তব্যে যাচ্ছিল। পথে নৌকাটি ডুবে ৫ আরোহী মারা গেছেন। হঠাৎ একটি তিমির ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্থানীয় মেয়র। তবে তিমির ধাক্কায় নৌকাডুবির বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি। পুলিশ বলেছে, এ বিষয়ে তদন্ত চলছে।

রেডিও নিউজিল্যান্ডের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় মেয়র ক্রেইগ ম্যাকলের ধারণা, তিমির ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় অনেকে মারা গেছেন। এ ঘটনার পর আমরা বন্দরটি বন্ধ করে দিয়েছি।’

তবে পুলিশ বলছে, তিমির ধাক্কার বিষয় সঠিক কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, প্রকৃতপক্ষে কী কারণে নৌকাডুবি হয়েছিল বা সেখানে কী ঘটেছিল, তা তদন্তসাপেক্ষ। বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে এ তদন্ত করবে। যাঁরা মারা গেছেন, তাঁদের পরিচয় প্রকাশ হয়নি।

পুলিশ বলছে, আনুষ্ঠানিকভাবে পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ছয়জন হাসপাতালে ভর্তি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর