মার্কিন হেলিকপ্টার ওড়ানোর চেষ্টা তালেবানের, বিধ্বস্ত হয়ে নিহত ৩

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২২, ২৩:৫৫

সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের প্রশিক্ষণ চলাকালে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলেও জানিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেন, প্রশিক্ষণ চলাকালে কাবুলের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতর একটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দাবি করেন এনায়েতুল্লাহ।

গত বছরের ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতন হয়। তারপর অনেকটা তাড়াহুড়া করে ৩০ আগস্ট মধ্যরাতে আফগানিস্তান ছাড়ে সর্বশেষ মার্কিন সেনা।

আফগানিস্তান ছাড়ার সময় যুক্তরাষ্ট্র অনেক সরঞ্জাম ফেলে যায়।

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবান বেশ কিছু মার্কিন আকাশযানের নিয়ন্ত্রণ নেয়।

তালেবান যেসব মার্কিন আকাশযানের নিয়ন্ত্রণ নিয়েছিল, তার মধ্যে কতগুলো এখন সচল, তা স্পষ্ট নয়। কারণ, মার্কিন বাহিনী চলে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বেশি কিছু সামরিক সরঞ্জাম নষ্ট করেছিল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর