দীর্ঘ ৭০ বছর ধরে ব্রিটিশ রাজ সিংহাসন সমালে আসছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার শাসনামলে তিনি একে একে ১৫ জন প্রধানমন্ত্রী পেয়েছেন।
যুক্তরাজ্যে রানি রাষ্ট্রপ্রধান হলেও সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীই প্রধান। লিজ ট্রাস রানির শাসনামলে পঞ্চদশ ব্রিটিশ প্রধানমন্ত্রী।
নিয়মানুযায়ী, মঙ্গলবার ট্রাসকে সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন রানি এলিজাবেথ।
ট্রাস মঙ্গলবার বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ‘কিসিং অব হ্যান্ডস’ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার অভিষেক হয়। কিন্তু অনুষ্ঠানের নাম এমন হলেও বাস্তবিক অর্থে হাতে চুম্বনের মতো কিছু সেখানে ঘটে না। এটি কেবলমাত্র করমর্দন বলে জানিয়েছে বিবিসি।
এর আগে অ্যান্থনি ইডেন থেকে শুরু করে বরিস জনসন পর্যন্ত আরও ১৩ জন প্রধানমন্ত্রী ‘কিসিং অব হ্যান্ডস’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
আর ১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে যখন রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয় তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রধানমন্ত্রীদের মধ্যে ১২ জন পুরুষ এবং লিজ ট্রাসকে ধরে তিন জন নারী। বাকি দুই সাবেক নারী প্রধানমন্ত্রী হলেন মার্গারেট থ্যাচার ও টেরিজা মে।
এই প্রধানমন্ত্রীদের মধ্যে ১১ জন কনজারভেটিভ পার্টির এবং চারজন লেবার পার্টির নেতা।
ব্রিটিশ সিংহাসন রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস মার্গারেট থ্যাচার উইনস্টন চার্চিল কনজারভেটিভ পার্টি লেবার পার্টি
আপনার মূল্যবান মতামত দিন: