ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরি 'আইএনএস বিক্রান্ত'

আন্তর্জাতিক ডেস্ক | ৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৩

ছবিঃ সংগৃহীত

যাত্রা শুরু করল ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরি ‘আইএনএস বিক্রান্ত’। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ রণতরির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় নৌবাহিনীতে ‘আইএনএস বিক্রান্ত’ কমিশন পাওয়ার প্রাক্কালে রণতরিটি ঘুরে দেখেন তিনি।

দীর্ঘ ১৩ বছর সময়ে তৈরি এই রণতরি ‘আইএনএস বিক্রান্ত’ এর ওজন ৪৫ হাজার টন। রণতরিটি ৮৬০ ফুট লম্বা। আর উচ্চতা ১৯৭ ফুট।

‘আইএনএস বিক্রান্ত’ ভারতের প্রথম বিমানবাহী রণতরী, যার নকশা তারা নিজেরাই করেছে। রণতরিটি তৈরিও করেছে ভারত।

আইএনএস বিক্রান্ত ৩০টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধারণ করতে পারবে। ভারতের অপর বিমানবাহী রণতরি ‘আইএনএস বিক্রমাদিত্য’ অবশ্য ৩০টির বেশি যুদ্ধবিমান ধারণে সক্ষম।

‘আইএনএস বিক্রান্ত’ তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার কোটি রুপি। ২০১৭ সালেই ভারতের নৌবাহিনীতে রণতরিটির যুক্ত হওয়ার কথা ছিল তবে, রণতরিটি নির্মাণের দ্বিতীয় পর্যায়ের কাজ বিলম্বিত হয়। ফলে ভারতের নৌবাহিনীতে রণতরিটির যুক্ত হতে কয়েক বছর দেরি হয়।

দেরি হলেও রণতরিটির কমিশনিং ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পরিগণিত হচ্ছে। কারণ, এ ধরনের রণতরি তৈরি করে ভারত তার সক্ষমতা দেখিয়েছে যে সক্ষমতা বিশ্বের খুব কমসংখ্যক দেশেরই রয়েছে।

আইএনএস বিক্রান্ত’ বর্তমানে কেরালার সরকারি মালিকানাধীন কোচিন শিপইয়ার্ডে রয়েছে। সেখানেই রণতরিটি তৈরি করা হয়। সেখানেই আজ রণতরিটির কমিশনিং অনুষ্ঠান হয়।

রণতরিতে প্রায় ১ হাজার ৭০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। রণতরিটিতে থাকা চারটি ইঞ্জিন একসঙ্গে ৮৮ মেগাওয়াট শক্তি তৈরি করে। এই পরিমাণ শক্তি একটি শহরের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম।

রণতরিটিতে তিনটি গ্যালি বা প্যান্ট্রি রয়েছে যেখানে প্রায় ৬০০ জন ব্যক্তি একসময়ে এখানে তাঁদের খাবার খেতে পারবেন।’

রণতরিটিতে একটি ১৬ শয্যার হাসপাতাল আছে। আছে দুটি অস্ত্রোপচার কক্ষ। এ ছাড়া আছে নিবিড় পরিচর্যা ইউনিট।

ভারতীয় নৌবাহিনী চলতি বছরের শেষ দিকে রণতরিটি থেকে নিবিড় ‘ফ্লাইং অপারেশন’ পরীক্ষার পরিকল্পনা করছে।

ফ্লাইট ডেক অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সিদ্ধার্থ সোনি বলেন, তাঁদের ফ্লাইট ডেকের আকার প্রায় ১২ হাজার ৫০০ বর্গমিটার। তাঁরা একবারে ১২টি যুদ্ধবিমান ও ৬টি হেলিকপ্টার চালাতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর