পাকিস্তানে বন্যা আরো ভয়াবহ রূপ নিয়েছে

আফিফ আইমান | ২৮ আগষ্ট ২০২২, ২৩:২৫

সংগৃহীত

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ মানুষ। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭ জনে। এই বন্যাকে গত কয়েক দশকের মধ্য সবচেয়ে ভয়াবহ বন্যা বলে উল্লেখ করেছেন দেশটির জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রী শেরি রহমান।

তিনি জানান, অন্যান্য বছর বর্ষা মৌসুমে তিন থেকে চার দফা বৃষ্টিপাত হয় পাকিস্তানে, এবার বৃষ্টি হয়েছে ৭ থেকে ৮ দফায়। এত বেশি মানুষ ঘর-বাড়ি হারিয়েছে যে, তাদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তার প্রয়োজন হয়ে পড়েছে।

মন্ত্রী জানান, বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিন্ধুতে ১০ লাখ ও বেলুচিস্তানে ১ লাখ তাবু প্রয়োজন। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। শুক্রবার বন্যা পরিস্থিতি সম্পর্কে বিদেশি কুটনীতিকদের ব্রিফ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এর আগে জরুরি অবস্থা জারি করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর