আবারও ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। অঙ্গরাজ্যটির সান গ্যাব্রিয়েল ন্যাশনাল ফরেস্টে ছড়িয়ে পড়া এ দাবানলে এখন পর্যন্ত পুড়ে ছাই হয়েছে প্রায় একশ একর বনভূমি। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। খবর রয়টার্স।
আগুন নিয়ন্ত্রণে বিরামহীন কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকশ কর্মী। বিমান ও হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি। তবে শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে দমকল বাহিনী।
বনাঞ্চল পুড়ে গেলেও নতুন করে ছড়িয়ে পড়া এ দাবানলে প্রাণহানি কিংবা আবাসিক স্থাপনার কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার কয়েক হাজার বাসিন্দা।
দাবানলের জন্য জলবায়ুর বিরূপ প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমা দেশগুলো গেল ৩০ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক ও উষ্ণ সময় পার করায় সামনের দিনগুলোতে দাবানল আরও ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।
আপনার মূল্যবান মতামত দিন: