তুরস্কে মসজিদ থেকে মুসল্লিদের বের করে দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | ৫ মে ২০২১, ০৫:১০

ছবি: ইন্টারনেট

তুরস্কের তিনটি মসজিদ থেকে মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়েছে তুরষ্কের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (২ মে) তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানটেপ প্রদেশে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের দাবি, করোনাভাইরাসের নিষেধাজ্ঞা অমান্য করে তিনটি মসজিদে অবস্থান করছিলেন তারা। ওই মুসল্লিরা দেশটির একটি বিরোধী ধর্মীয় নেতার অনুসারী। অনুমতি না নিয়েই মসজিদে অবস্থান করছিলেন তারা। এমনকি তাদের বিরুদ্ধে এর আগেও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ আছে বলেও উল্লেখ করা হয়।

যদিও মুসল্লিদের দাবি রমজানের কারণেই মসজিদে অবস্থান করছিলেন তারা।

তুরস্কে সম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে অন্তত ৪'শ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর