মৃত বাবা মেয়ের বিয়েতে যেভাবে ‘উপস্থিত’ হলেন

সময় ট্রিবিউন | ৩ জুলাই ২০২২, ০০:১৯

সংগৃহীত

বছর খানেক আগেই মৃত্যু হয়েছিল কনের বাবার। তারপরও মেয়ের বিয়ের আসরে উপস্থিত হলেন তিনি। আর মৃত বাবাকে নিজের বিয়ের আসরে দেখে মেয়ের চোখের পানি বাঁধ মানছিল না। 

আসলে বিয়েতে বোনকে চমকে দিতেই ভাই দুই বছর আগে মারা যাওয়া বাবার মোমের মূর্তি নিয়ে আসেন বিয়ের আসরে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফণী কুমার নামে ওই যুবক বোন সাই বৈষ্ণবীর বিয়ের আসরেই বাবার মোমের মূর্তি নিয়ে আসেন। মোমের মূর্তিটি দেখতে অবিকল তাদের মৃত বাবার মতোই। 

বৈষ্ণবী ও তার মা প্রথমে হতবাক হয়ে গেলেও পরে তারা কান্নায় ভেঙে পড়েন।

অভিভূত বৈষ্ণবীকে মূর্তিটি চুম্বন ও আলিঙ্গন করতে দেখা গেছে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য স্বজনরাও বিস্মিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

ফণী কুমারের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মূর্তি তৈরি শেষ হতে এক বছরেরও বেশি সময় লেগেছে।

করোনাক্রান্ত তাদের বাবার মৃত্যু হয়। তার অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর