যতদিন অস্ত্র লাগে ততদিনই অস্ত্র দেওয়ার ঘোষণা জার্মানীর

আন্তর্জাতিক ডেস্ক | ২২ জুন ২০২২, ১৪:৩৮

ছবিঃ সংগৃহীত

যতদিন অস্ত্র লাগে ততদিন ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

মঙ্গলবার ফেডারেশন অব জার্মান ইন্ড্রাস্ট্রিজের বার্ষিক বৈঠকে এমন মন্তব্য করেন শলৎজ।

তাছাড়া লিথুয়ানিয়া এবং উত্তর ইউরোপের অন্যন্য মিত্রদের পাশে থাকার ব্যপারেও পুনরায় আশ্বস্ত করেছেন জার্মান চ্যান্সেলর।

ইউক্রেনকে সাহায্য ও অস্ত্র দেওয়ার ব্যাপারে ওলাফ শলৎজ বলেন, ইউক্রেনের ওপর ভয়াবহ আক্রমণ ইউরোপ এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো কখনই সমর্থন করে না। তাই ইউক্রেনকে আত্মরক্ষার্থে বিপুল পরিমাণে অস্ত্র দেওয়া হয়েছে এবং রাশিয়ার ওপর কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবং প্রয়োজনে আরও অস্ত্র দেওয়া হবে।

তবে জার্মান চ্যান্সেলর স্বীকার করেছেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠানেরও ক্ষতি হচ্ছে।

এ ব্যাপারে শলৎজ বলেন, এই নিষেধাজ্ঞাগুলো কাজ করছে। তবে এগুলো আমাদেরও ক্ষতি করছে। আমাদের কোম্পানিগুলোর ক্ষতি করছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার মূল্য আছে, গণতন্ত্রের মূল্য আছে, বন্ধুদের সঙ্গে একাত্বতা প্রকাশের মূল্য আছে। আর আমরা এ মূল্য দিতে প্রস্তুত আছি।

সূত্র: সিএনএন 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর