ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া যুদ্ধ-সংঘাতে ১০ কোটির বেশি মানুষ বাস্তুহারা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরাণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। ইউএনএইচসিআর জানায়, অধিকাংশ জনগণকেই জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। আর এবারই প্রথম বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়াল।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।
জাতিসংঘের শরাণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেছেন, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা একশত মিলিয়ন মানে ভয়াবহ এবং তা একইসঙ্গে দুঃখজনক ও উদ্বেগজনক।
তিনি আরও বলেন, এই সংখ্যা সবাইকে জাগ্রহ হয়ে ধ্বংসাত্মক এই সংঘাত ঠেকানো, বিচারপ্রক্রিয়া শেষ করা এবং নিরীহ মানুষকে জোরপূর্বক নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য করার পেছনের কারণ খুঁজে বের করে সমস্যা সমাধানের দাবি জানায়।
আপনার মূল্যবান মতামত দিন: