
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল। বুধবার সকালে স্থানীয় সময় ১১ টা নাগাদ এ হামলার ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা এ খবর প্রকাশ করেছে। খবর আরব নিউজের।
তবে ইসরাইলি এ হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার ব্যাপারে ইসরাইল কোনও মন্তব্য করেনি।
বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় বেআইনীভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইহুদিবাদী দেশটির দাবি, সিরিয়ায় ইরানের সেনাঘাটিঁ এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ সুযোগে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: