যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটলের কাছে এটা দ্বিতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা।
সুপ্রিম কোর্টের মুখপাত্র প্যাট্রিসিয়া ম্যাককেব এক বিবৃতিতে বলেন, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একজন ব্যক্তি সুপ্রিম কোর্ট ভবনের সামনের প্লাজায় যান এবং নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। তবে এটি কোনো জননিরাপত্তাসংক্রান্ত বিষয় নয়। এতে অন্য কেউ আহতও হননি।
গায়ে আগুন দেওয়া ব্যক্তির পরিচয় বা কেন এমনটা করেছেন সেসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ওই ঘটনার পরপরই ইউএস ক্যাপিটল পুলিশ জানায়, জরুরি প্রয়োজনে একটি মেডিকেল হেলিকপ্টার ক্যাপিটলের কাছে অবতরণ করেছে। পরে হেলিকপ্টারটি ক্যাপিটল প্লাজায় অবতরণ করে
আগুনে দগ্ধ ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসা হয়।
এলাকাটিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে সেখানে তদন্ত চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: