রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে তার সেনারা যে সামরিক অভিযান চালাচ্ছে সেটি অবশ্যই সফল হবে। কারণ এর পেছনে তাদের মহৎ উদ্দেশ্য রয়েছে। মঙ্গলবার রাশিয়ার ভোসতোচনিতে একটি পুরস্কার বিরতণী অনুষ্ঠানে যোগ দেন পুতিন। সেখানেই তিনি জানান, রাশিয়ার মানুষদের বাঁচাতে ও নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে সামরিক অভিযান চালানো ছাড়া তাদের হাতে অন্য কোনো উপায় ছিল না।
এ ব্যাপারে পুতিন বলেন, রাশিয়ার অন্য কোনো উপায় ছিল না। রাশিয়ানদের বাঁচাতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো জরুরী হয়ে পড়ে। ইউক্রেনে তার সেনারা সফল হবেই এমন দাবি করে পুতিন বলেন, এটা হবেই। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের লক্ষ্য একদম পরিস্কার। আমাদের উদ্দেশ্যগুলো মহৎ।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের উদ্দেশ্য হলো দোনবাসে থাকা সাধারণ মানুষকে সহায়তা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে এখন রাশিয়ার প্রধান লক্ষ্য হলো দোনবাসকে স্বাধীন করা বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এদিকে ফেব্রুয়ারির শেষ দিকে যখন রুশ সেনারা ইউক্রেনে প্রথম হামলা করে তখন পুতিন বলেছিলেন, তাদের লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করা ও নাৎসিমুক্ত করা।
পুতিন বেশ কয়েকবার দাবি করেছেন, ইউক্রেনের সেনারা দোনবাসে গণহত্যা চালাচ্ছে। এ দাবি তুলে নিজের অভিযানকে বৈধতা দিতে চাচ্ছেন পুতিন।
সূত্র: বিবিসি
আপনার মূল্যবান মতামত দিন: