করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে ভারতে। দেশটিতে ছড়িয়ে পড়া ভাইরাসের নতুন ধরন দ্রুত বিশ্বের অন্য দেশেও ছড়িয়ে পড়ছে। এবার জানা গেল উগান্ডায়ও পৌঁছে গেছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, উগান্ডায় করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে।সরকার পরিচালিত উগান্ডা ভাইরাস রিসার্চ ইনস্টিটিউট (ইউভিআরআই)-এর প্রধান পন্টিয়ানো কালেবু রয়টার্সকে বলেন, আমরা ভারতীয় ধরনে আক্রান্ত এক রোগী পেয়েছি।
তিনি আরও বলেন, আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ভারত সফর করে দেশে ফিরেছেন।ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ভারতে তৈরি হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: