ইউক্রেনে সেই জাহাজে বাংলাদেশি নাবিকের বাঁচার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক | ৪ মার্চ ২০২২, ০৪:৫৫

ইউক্রেনে বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজ রকেট হামলার শিকার হয়ে হাদিসুর রহমান নামে এক বাংলাদেশি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।
ওই জাহাজে এই মুহূর্তে অবস্থান করছেন আরও কয়েকজন বাংলাদেশি।
নাবিকদের উদ্ধারের আকুতি জানিয়ে দুটি ভিডিও বার্তা দিয়েছেন এক বাংলাদেশি নাবিক, যা ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগামাধ্যমে।
ভাইরাল হওয়া সেই ২৭ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশি নাবিককে বারবার বলতে শোনা যায়, আমাদের বাঁচান। আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি।
জানা গেছে, এমভি বাংলার সমৃদ্ধি নামের ওই জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় ২৪ ফেব্রুয়ারি থেকে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।
বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজে গোলা আঘাত হানে। এতে নাবিক হাদিসুর রহমান নিহত হন। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর