রুশ-ইউক্রেন সংঘাত: দ্বিতীয় দফা বৈঠক আজ

অনলাইন ডেস্ক | ৩ মার্চ ২০২২, ০৮:৪৪

ছবিঃ সংগৃহীত

সোমবার প্রথমবার যেসব প্রতিনিধি আলোচনার টেবিলে বসেছিলেন তারাই ফের আলোচনা করতে যাচ্ছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা সিএএনকে বলেন, ইউক্রেন ও দখলদারদের মধ্যে বুধবারই দ্বিতীয় দফা আলোচনা হবে। একই প্রতিনিধিরা থাকবে।

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানায়, দ্বিতীয় দফার আলোচনাও হবে পোলান্ড-বেলারুশ সীমান্তের কাছে।

এর আগে দুই পক্ষ  সোমবার প্রথম দফার বৈঠকে বসে। বৈঠকটি ৫ ঘণ্টা স্থায়ী ছিল। কিন্তু আলোচনা থেকে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।  আলোচনা চলাকালীন সময়েও রাশিয়া ইউক্রেনের বিভিন্নস্থানে হামলা চালায়।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন দখল করেছে। শহরটির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

 এদিকে দ্বিতীয় দফার আলোচনার আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে নতুন করে কোনো আলোচনা হবে কি-না এ ব্যাপারে তিনি কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

ফেসবুকে দেওয়া পোষ্টে দিমিত্রি কুলেবা বলেন, প্রথম দফার আলোচনা হলো। কিন্তু রাশিয়া তাদের শর্তে কোনো পরিবর্তন আনেনি। আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমরা কূটনীতিতে বিশ্বাসী। কিন্তু রাশিয়ার দেওয়া কোনো আল্টিমেটাম মানতে আমরা রাজি না।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর