ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন

বেলারুশের বিরুদ্ধে ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | ৩ মার্চ ২০২২, ০৬:৪৪

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সমর্থনকারীর ভূমিকা রাখার অভিযোগে বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞাগুলো কিছু অর্থনৈতিক খাতে বিশেষ করে কাঠ ও ইস্পাত খাতে প্রভাব ফেলবে।

ইইউর এক কর্মকর্তা বলেন চলতি সপ্তাহে মিনস্কের ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য হচ্ছে ইইউতে বেলারুশের পণ্য রপ্তানি বন্ধ করা। এর আগে, ২০২০ সালের আগস্টে নির্বাচনের পর প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিক্ষোভে দমন-পীড়ন চালানোর পর ইইউ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই উদ্যোগগুলো কার্যকরে ইইউ'র অফিসিয়াল জার্নাল প্রকাশিত হবে। তবে, জার্নাল প্রকাশের সঠিক সময় জানানো হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর