পুতিন-জেলেনস্কির বৈঠকের বিষয়ে বললেন ক্রেমলিন

সময় ট্রিবিউন | ২ মার্চ ২০২২, ১১:৩৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির

শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে আলোচনার কোনো পরিকল্পনা নেই জানিয়েছে ক্রেমলিন।

মঙ্গলবার (১ মার্চ) পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ খবর নিশ্চিত করেছে।

চলমান সংঘাত নিরসনে তুরস্ক ও কাজাখস্তান মধ্যস্থতার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি এ বিষয়ে ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনার ওপর জোর দেন।

এ বিষয়ে রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা চলছে বলেন তিনি। দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, না, এখন পর্যন্ত এমন কোনো পরিকল্পনা নেই।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর