রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সেনারা।
অভিযান শুরুর চতুর্থ দিন রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরোশেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বারদিয়ানস্ক শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভের রাস্তায় রাস্তায় দেশটির সেনাদের সঙ্গে রুশ সেনাদের লড়াই চলছে। রোববার রুশ সেনারা শহরটিতে ঢুকে পড়ার পর দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়।
এদিকে রাজধানী কিয়েভের সর্বশেষ অবস্থা জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিটসকো । তিনি বলেন, রাজধানীতে রাশিয়ার কোনো সেনা নেই। মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলেও দাবি করেন তিনি।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, আমাদের সেনাবাহিনী, আইন শৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটগুলো নাশকতাকারীদের নাশকতা ব্যর্থ করে দিচ্ছে।
অন্যদিকে ইউক্রেনের উত্তরপূর্ব শহর খারকিভের মেয়র জানিয়েছেন, শহরটি ইউক্রেন সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণে।
এক টেলিগ্রাম বার্তায়্ আঞ্চলিক মেয়র ওলেহ সিনেগাবহ বলেন, খিরকিভের সম্পূর্ণ নিয়ন্ত্র আমাদের হাতে। সশস্ত্র বাহিনী, পুলিশ এবং প্রতিরক্ষা বাহিনী লড়াই করছে। শহরটি সম্পূর্ণ শত্রু মুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সূত্র: সিএনএন, রয়টার্স
আপনার মূল্যবান মতামত দিন: