বেলারুশ থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ইউক্রেন

সময় ট্রিবিউন | ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৬:২৪

ইউক্রেনে রুশ হামলার আজ চতুর্থ দিন। সীমান্তের তিন দিক থেকে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে, রোববার প্রতিবেশী বেলারুশ থেকে নিক্ষেপ করা একটি ক্রুজ মিসাইল প্রতিহত করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, বেলারুশ থেকে কিয়েভে নিক্ষেপ করা একটি ক্রুজ মিসাইল প্রতিহত করা হয়েছে। টিইউ-২২ বোমারু বিমান দিয়ে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সেনাবাহিনী। এটাকে তিনি ইউক্রেন এবং দেশটির জনগণের ওপর ‘যুদ্ধাপরাধ’ হিসেবে মন্তব্য করেন। 

সিএনএনের খবরে বলা হচ্ছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণে প্রতিবেশী বেলারুশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেলারুশ সরকারের সহায়তায় রুশ সেনারা বেলারুশ দিয়ে ইউক্রেন সীমান্তে প্রবেশ করে। রুশ আক্রমণে সহায়তার দায়ে যুক্তরাষ্ট্র বেলারুশের নয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর