কিয়েভ ছেড়ে পালালেন জেলেনস্কি

সময় ট্রিবিউন | ২৭ ফেব্রুয়ারী ২০২২, ২২:৪৫

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাজধানী কিয়েভ ছেড়ে লাভভ শহরে চলে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাশিয়ার আইনসভা স্টেট দুমার স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিন এমন দাবি করেন। খবর স্পুটনিকের।

ভলোদিন বলেন, গতকাল রাজধানী ছেড়ে চলে গেছেন জেলেনস্কি। তিনি এখন কিয়েভে নেই। তিনি লাভভে পালিয়েছেন। সেখানে সহযোগীদের নিয়ে বসবাসের ব্যবস্থা করেছেন তিনি।

জেলেনস্কি সামাজিক মাধ্যমে যেসব ভিডিও পোস্ট দিচ্ছেন, তা আগেই রেকর্ড করা হয়েছিল। ইউক্রেনের পার্লামেন্ট রাডার-এর এক কর্মকর্তা তাকে এই তথ্য দিয়েছেন বলে দাবি করেন দুমা স্পিকার।

এদিকে প্রতিবেশী ইউক্রেনের আট শতাধিক সামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়া।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর