কী দারুণ সময়ে রাশিয়া এলাম

সময় ট্রিবিউন | ২৬ ফেব্রুয়ারী ২০২২, ০১:২৭

ইমরান খান

বুধবারই মস্কোর মাটি ছুঁয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিমান। বিমান থেকে বেরিয়ে এসে রাশিয়ার এক কর্মকর্তাকে ইমরান খান বলেন, ‘কী দারুণ সময়ে রাশিয়া এলাম। রোমাঞ্চকর ব্যাপার!’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও

মস্কোয় বিমান থেকে নামার পর ইমরান খানের এমন মন্তব্যে অনেকে তীব্র সমালোচনা করছেন। ঘটনাচক্রে ইমরানই প্রথম কোনো রাষ্ট্রনেতা যিনি ইউক্রেন আক্রমণের পর প্রথম রাশিয়া সফর করলেন। 

ইমরানের মুখ্য উদ্দেশ্য পাকিস্তানের চূড়ান্ত নড়বড়ে অর্থনীতিকে চাঙা করতে কার্যকরী দাওয়াইয়ের খোঁজ করা। এই লক্ষ্যে চীন সফর সেরেছেন, এবার পৌঁছেছেন রাশিয়ায়। যা মোটেও ভালো চোখে দেখছে না আমেরিকা।

ইমরানের সফর শুরুর আগেই হোয়াইট হাউজ কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়া যেভাবে ইউক্রেনের ওপর আগ্রাসন চালাচ্ছে, বিশ্বের প্রতিটি দায়িত্বশীল দেশেরই উচিত তার নিন্দা করা। এই পরিস্হিতিতে আচমকাই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন টেলিভিশন বার্তা দিয়ে ইউক্রেনে হামলা করেছেন। শুরু হয়ে গেছে তিন দিক থেকে ইউক্রেনকে ঘিরে ধরে সাঁড়াশি আক্রমণ। মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গোটা দেশে। আকাশে উড়ছে সামরিক হেলিকপ্টার। জরুরি অবস্হাও ঘোষণা করা হয়েছে ইউক্রেনে।

https://twitter.com/sidhant/status/1496549375518343169?s=20&t=T0LdDh7rKemK3LUnDuZ6iQ

 

 আনন্দবাজার পত্রিকা

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর