পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, 'আমি এই পুরস্কার নিয়ে কিছুই জানি না। এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। যদি তারা আমাকে পদ্মভূষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।'
সিপিআইএম সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এটি বুদ্ধদেব ভট্টাচার্য এবং দলের উভয়ের সিদ্ধান্ত ছিল।
দলের পক্ষ থেকে টুইট করা হয়েছে, পদ্মভূষণ পুরস্কারের জন্য মনোনীত বুদ্ধদেব ভট্টাচার্য তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। আমাদের কাজ জনগণের জন্য, পুরস্কারের জন্য নয়।
২৫ জানুয়ারি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বছর পদ্ম পুরস্কারে ভূষিত হওয়া ব্যক্তিত্বদের নামের একটি তালিকা প্রকাশ করে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১২৮ জনকে এবার পদ্ম পুরস্কারে সম্মানিত করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: