আবারও দিল্লিতে ভয়াবহ রূপে করোনা

সময় ট্রিবিউন | ৩ জানুয়ারী ২০২২, ০১:০৩

ছবিঃ সংগৃহীত

ভারতে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। শনিবার (১ জানুয়ারি) দেশটির দিল্লিতে দৈনিক সংক্রমণ ৫০ শতাংশ বেড়ে গেছে।

 স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২ হাজার ৭১৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩ দশমিক ৬৪ শতাংশ। একই সময়ে দিল্লিতে মারা গেছেন একজন। খবর এনডিটিভির।

গত কয়েকদিন ধরে দিল্লিতে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রন আকান্তের সংখ্যাও বাড়ছে দেশটিতে। মহামারি শুরুর পর থেকে ভারতের দিল্লিতেই করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১০৮ জনে।

তবে ওমিক্রন ভারতের জন্যও নিয়ে আসতে পারে অশনি সংকেত। এমন আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশটিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৪৩১। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর