ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বৈষ্ণোদেবী মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ জন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা অনেক। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মন্দির চত্বরে পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।
১৩ জন আহত হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং।
এএনআইকে তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত পৌনে ৩টায় ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের দিকে তারা তেড়ে যান। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন।’
আপনার মূল্যবান মতামত দিন: