লন্ডনে বিপুল অর্থ খরচ করে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল ১১৫ ফুট উঁচুতে আট ফুট দৈর্ঘ্যের ভাসমান সুইমিংপুল। এবার সেই বহু চর্চিত সুইমিংপুলটি বন্ধ হতে চলেছে। লন্ডনের সাউথ ব্যাংকের বিলাসবহুল এলাকায় ভাসমান সুইমিংপুলটি গড়ে তোলা হয়। খবর ডেইলি মেইলের।
তৈরি হওয়ার পর থেকেই এই সুইমিংপুল পর্যটকদের আকর্ষণ এবং আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিল। কিন্তু কর্তৃপক্ষ এখন সেটি বন্ধ করে দিতে চাইছে।
কর্তৃপক্ষ বলছে, পুলের পানি গরম রাখতে বিপুল বিদ্যুৎ খরচ হচ্ছে। বছরে এক কোটি ৫১ লাখ টাকা বিল পরিশোধ করতে হচ্ছে, যা তাদের পক্ষে কুলানো সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই এই পুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: