১২ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

সময় ট্রিবিউন | ১২ জানুয়ারী ২০২৪, ১২:৩৬

ফাইল ছবি

আজ শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪ ● ২৮ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ ● ২৯ জমাদিউস সানি ১৪৪৫। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়।

ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

ঘটনাবলি

১৭০১ - সুইজারল্যান্ডের প্রোটেস্ট্যান্টরা খ্রিস্টীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন।

জন্ম :

১৭২৪ - ফ্রান্সেস ব্রুক, ইংরেজ লেখক এবং নাট্যকার।

১৭২৯ - অ্যাডমান্ড বার্ক, অ্যাংলো-আয়ারল্যান্ডীয় লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ এবং দার্শনিক।

১৮৬৩ - স্বামী বিবেকানন্দ, নব্যযুগে বেদন্ত দর্শনের গুরু, দার্শনিক, সন্ন্যাসী।

১৮৭৬ - জ্যাক লন্ডন, মার্কিন লেখক।

১৮৮৬ - নেলী সেনগুপ্তা, রাজনৈতিক ও সমাজকর্মী দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে রক্ষা করার জন্য নিরলস সংগ্রাম করে গেছেন।

১৯১০ - লুইস রাইনার, জার্মান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।

১৯১২ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।

১৯১৩ - ধীরেন্দ্রলাল ধর, খ্যাতনামা বাঙালি সাহিত্যিক, শিশুসাহিত্যে বিশেষ পরিচয়।

১৯২১ - আবদুল গনি হাজারী, বাঙালি কবি ও সাংবাদিক।

১৯৩৬ - ক্যাপ্টেন নুরুল হক, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান।

১৯৪২ - এ.টি.এম. হায়দার, বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাব প্রাপ্ত সেক্টর কমান্ডার।

১৯৫৬ - নিকোলাই নস্কভ, রুশ সংগীতশিল্পী।

মৃত্যু :

১৫৯৯ - রোমান সম্রাট মাকসিমিলিয়ান।

১৬৬৫ - পিয়ের দ্য ফের্মা, সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ।

১৮২৯ - ফ্রিড্‌রিশ ফন শ্লেগেল, জার্মান কবি।

১৯৩৩ - প্রদ্যোতকুমার ভট্টাচার্য, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।

১৯৩৪ - সূর্য সেন, মাস্টারদা নামে সমধিক পরিচিত ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। তারকেশ্বর দস্তিদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৭২ - গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।

১৯৭৬ - রহস্য সাহিত্যের বিখ্যাত লেখিকা আগাথা কৃষ্টি।

২০০৫ - অমরিশ পুরি, ভারতীয় অভিনেতা ও থিয়েটার শিল্পী।

২০১৩ - কানাডিয়ান আইনজীবী এবং বিচারক উইলিয়াম অ্যান্ড্রু ম্যাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর