যেসব শর্তে নেয়া হবে হাফ ভাড়া

সময় ট্রিবিউন | ১ ডিসেম্বর ২০২১, ০৭:১৮

ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কিছু শর্ত আরোপ করে দিয়েছে বাস মালিক সমিতি। 

 মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এসব শর্তের কথা বলেন।

এনায়েত উল্যাহ জানিয়েছেন, সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি ও শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটির সময় হাফ ভাড়া দেওয়া যাবে না। এছাড়া শুধু ঢাকা মহানগরে চলাচলকারী বাসে হাফ ভাড়া দেওয়া যাবে; ঢাকার বাইরের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে না।

ভ্রমণকালে বিআরটিসি বাসের মতোই ব্যক্তি মালিকানাধীন বাসেও ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।

বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন। ব্যক্তি মালিকানাধীন বাসেও একই সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান এনায়েত উল্যাহ।

তিনি জানান, ছাত্রদের দাবির ব্যাপারে তারা মালিক-শ্রমিক ও বিআরটিএর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। সোমবার ১২০টি পরিবহন কোম্পানির এমডিদের সঙ্গে এবং পাঁচটি শ্রমিক সংগঠন ও ফেডারেশনের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর