ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি'র মাসব্যাপী প্রচারাভিযান

ঢাকা জেলা প্রতিনিধি | ২৩ এপ্রিল ২০২৪, ০২:৪৯

ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু জ্বরের ভাইরাস বহনকারী এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন করতে ৫৪টি ওয়ার্ডে মাসব্যাপী প্রচার অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২২ এপ্রিল) রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ডে এ সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম।

এ কার্যক্রম শুরুর এক সপ্তাহ পর আগামী ২৭ এপ্রিল থেকে যেসব বাড়ি ও অফিসে এডিস মশার লার্ভা পাওয়া যাবে তাদের জেল-জরিমানা করা হবে বলে মন্তব্য করেছেন মেয়র আতিকুল।

এমনকি সরকারি অফিসে বা সিটি করপোরেশনের কোনো অফিসে যদি এডিস মশার লার্ভা পাওয়া যায়, সেই অফিসের কর্মকর্তার বিরুদ্ধেও মামলা বা যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর