চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

সময় ট্রিবিউন | ২৬ নভেম্বর ২০২১, ১৩:১২

মরদেহ-প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গোলাম মোস্তফা রোমান (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন।

তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী জানান, সকালে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া আখাউড়াগামী তিতাস ট্রেনে ওঠে রোমান। তেজগাঁও রেলস্টেশনে নামবে। কিন্তু, ট্রেনটি তেজগাঁও স্টেশনে এসে থামার আগেই ট্রেন থেকে নামতে গিয়েছিল রোমান।

এসআই আরও জানান, চলন্ত ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে মাথাসহ হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তার কাছে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের মধ্যে কাগজ ও মোবাইল পাওয়া যায়। মোবাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত রোমানের মামী নিপা হোসেন জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার আমুয়াকান্দায়। রোমানের বাবার নাম মো. সেলিম মুন্সি। বর্তমানে উত্তর মুগদা ঝিলপাড় এলাকায় ভাড়া থাকতো এবং হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল। সকালে তার ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়। পরে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর পাই।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর