রোববার বৈঠকের আগে ধর্মঘট প্রত্যাহার নয় : পরিবহন নেতা

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২১, ০৪:৫৯

ছবিঃ সংগৃহীত

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহারে সরকার আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছেন না পরিবহন মালিক ও শ্রমিকরা। রোববারের আগে ধর্মঘট প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিবহনসংশ্লিষ্টরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, ‘রোববার সভার আগে ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।’

২৬টি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা হয়েছে শুক্রবার। সেই সঙ্গে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজে ভর্তি পরীক্ষাও। বাস না চলায় চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা।

পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ আরও বলেন, ‘সব জেলা সিদ্ধান্ত নিয়ে বাস বন্ধ করেছে। মালিকদের সমর্থন দেয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর