তুরাগে ট্রলারডুবির ঘটনায় মা-মেয়ের লাশ উদ্ধার, মৃত্যু বেড়ে ৭

সময় ট্রিবিউন | ১২ অক্টোবর ২০২১, ০৭:০৬

ঢাকার গাবতলী সংলগ্ন তুরাগ নদীতে শনিবার সকালে ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকার গাবতলী সংলগ্ন তুরাগ নদে দুদিন আগে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী আরও এক নারী এবং তার মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ নিয়ে মোট সাতজনের লাশ উদ্ধার করা হলো।

নৌ পুলিশের আমিনবাজার থানার ওসি আলমগীর শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, উদ্ধার হওয়া রূপায়ন বেগমের (৩০) মরদেহ সোমবার বেলা ১১টার দিকে আমিন বাজার সেতুর নিচে ভেসে ওঠে। আর নৌ পুলিশ মুন্সিগঞ্জের মুক্তার পুর থেকে ৩ বছর বয়সী জেসমিনের মৃতদেহ উদ্ধার করে।

গত শনিবারের ওই দুর্ঘটনার পর পাঁচ জনের মৃতদেহ পাওয়া গেলেও দুজন নিখোঁজ ছিল বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ।

গত শনিবার সকালে একটি ট্রলারে চড়ে তুরাগ পার হয়ে গাবতলীর দিকে যাচ্ছিলেন ১৮ জন যাত্রী। কিন্তু মাঝির ভুলে ট্রলারটি একটি বালুবাহী নৌযানের নিচে চলে যায় এবং ডুবে যায়।

দিনভর অভিযানে ফায়ার সার্ভিস কর্মীরা সেদিন মোট পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেন।

রূপায়ন বেগমের ছেলে আরমান (৪), রূপায়নের বোন শিউলি বেগম (২০) এবং শিউলির ছেলে ইমরানও (৩) ছিল ওই পাঁচজনের মধ্যে।

ওই দুর্ঘটনার পর সাভার থানায় একটি মামলা করা হয়েছে বলে নৌপুলিশ কর্মকর্তা আলমগীর শেখ জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর