বারডেম হাসপাতাল থেকে রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

সময় ট্রিবিউন | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪১

মরদেহ-প্রতীকী ছবি

রাজধানীর বারডেম হাসপাতালের কেবিন থেকে আনজুম আরা (৭০) নামে এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের ১৫ তলার ১৫২৭ নম্বর কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রমনা থানার উপ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত ২৫ সেপ্টেম্বর ওই নারী ইউরিন ইনফেকশন, পেটে ব্যাথা ও ডায়বেটিসে আক্রান্ত হয়ে হাসপাতালের কেবিনে ভর্তি হয়। সন্ধ্যায় ওই নারীর স্বজনরা হাসপাতালের বাইরে ওষুধ কিনতে যায়। ফিরে এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতালের লোকজন কেবিনের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এসআই জানান, ১৫ তলা কেবিনের দরজার ডোর ক্লোজারের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় ওই নারীকে। ধারণা করা হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত থাকায় সেটা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, ওই নারী পরিবারের সঙ্গে ধানমন্ডি এলাকায় থাকতেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর