ব্যাংক হিসাব তলবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২১ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ-ফাইল ছবি

কেউ স্বচ্ছ থাকলে এখানে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের প্রথম প্রকাশনা সাময়িকী ‘বিএসআরএফ বার্তা’ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সরকার যে কারও ব্যাংক হিসাব তলব করতে পারে। এমপি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাদেরও ব্যাংক হিসাব তলব হয়। তবে কেউ স্বচ্ছ থাকলে এখানে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কারণ, এই ব্যাংক হিসাব থেকে যখন তাঁদের স্বচ্ছতা বেরিয়ে আসবে, তখন মানুষের সামনে তাঁদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তবে এটি কেন সংগঠনের নাম দিয়ে চাওয়া হলো এবং কেন এটি গণমাধ্যমে প্রকাশিত হলো, সেটিই প্রশ্ন—সে প্রশ্ন অনেকেই রেখেছেন।

উল্লেখ্য, সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে সম্প্রতি চিঠি দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর