পেটে রড ঢুকে শ্রমিকের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৯

ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে পেটে রড ঢুকে মোহাম্মদ আলী (২০) নামের এক নির্মাণ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মোহাম্মদ আলী পেশায় রাজমিস্ত্রি সহকারী। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। উত্তরায় নির্মাণাধীন ভবনেই থাকতেন।

রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ওই সেক্টরের ১৯ নম্বর রোডের ২২ নম্বর বাসার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মো. রাজিব জানান, বিকালে নির্মাণাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় উপর থেকে এক তালার ‘ফলস’ ছাদের উপর পড়ে যান তিনি। ছাদে কলামের রড থাকায় পেটে ঢুকে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতাল পরে সেখান থেকে রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর