স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা সাত কোটি মানুষকে করোনা টিকা দেব। টিকা পাওয়া নিয়ে যেসব চুক্তি হয়েছে সেগুলো যদি সময় মতো চলে আসে তাহলে টিকা নিয়ে আর কোনো সমস্যা হবে না।
আজ শনিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামগঞ্জের মানুষদের আগে টিকা দেওয়া হবে। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে। এ কারণে আমরা গ্রামগঞ্জের মানুষদের বেশি টিকার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। আগে মুরুব্বিদের টিকা দিতে হবে। তাদের সুরক্ষিত করতে হবে। তার পরে পর্যায়ক্রমে আমরা সকলেই পাব।
জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম।
আপনার মূল্যবান মতামত দিন: