মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

সময় ট্রিবিউন | ১ আগষ্ট ২০২১, ২১:৫৮

ছবিঃ সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতালের প্রধান ফটকের সামনে মাইক্রোবাসের ধাক্কায় মো. হেলাল (৫৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।পুলিশ কনস্টেবল হেলাল মিরপুর পুলিশ ব্যারাকে থাকতেন। তার বাড়ী গাজীপুরের কালিয়াকৈর থানায়।

রোববার (১ আগস্ট) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ১১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মো. হেলাল সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ডিউটি করছিলেন। হাসপাতাল থেকে গাড়ি বের করার জন্য সিগন্যাল দেন। এ সময় সিগন্যাল অমান্য করে একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহেদ আল মাসুদ গণমাধ্যমকে বলেন, ডিউটিরত অবস্থায় হেলাল সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে গাড়ি বের করার জন্য সিগনাল দেন। এ সময় সিলভার রংয়ের একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গাড়িটি তার ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক মাইক্রোবাস ও ড্রাইভারকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর