রাজধানীর লালবাগ এলাকায় চকলেট তৈরিতে ভেজাল সামগ্রী ব্যবহারের দায়ে কিড্স ফুডস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) বিকেলে লালবাগ জগন্নাথ সাহা রোডের কিড্স ফুডস লিমিটেডের কারখানায় এ অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ। ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযান শেষে গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, ট্রেডমার্ক লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র ও কোনো পেশাদার কেমিস্ট ছাড়াই কারখানাটি পরিচালিত হয়ে আসছিল।
তিনি আরো জানান, অনুমোদন ব্যতীত ভেজাল দ্রব্য দিয়ে চকলেট তৈরির দায়ে কিড্স ফুডস ফ্যাক্টরির মালিক অশি উদ্দিন শিমুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কিন্ডারজয় চকলেট তৈরির সরঞ্জামাদিসহ ফ্যাক্টরিটি সিলগালা করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: