কেরানীগঞ্জে ভূয়া ম্যাজিস্ট্রেট আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি | ১০ জুলাই ২০২১, ১১:২০

ছবিঃ সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জে লকডাউনের অযুহাতে বিভিন্ন দোকান থেকে জরিমানা আদায়ের নামে চাঁদাবাজি করার সময় এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে হাতে নাতে আটক করা হয়েছে।

আটককৃত ভুয়া ম্যাজিস্ট্রেটের নাম মোঃ মনির হোসেন(২৮)। তার বাবার নাম মোঃ ইসমাইল হোসেন। রাজধানীর উত্তরা এলাকায় বসবাস করতো এই ভুয়া ম্যাজিস্ট্রেট।

শুক্রবার(০৯জুলাই) সকালে রোহিতপুর ইউনিয়নের লাখিরচর গ্রাম থেকে তাকে একটি গাড়িসহ আটক করা হয়।

কেরানীগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, সকালে আটককৃত মনির হোসেন তার কয়েকজন সহযোগীসহ মোবাইল কোট লেখা সম্বলিত একটি গাড়ি নিয়ে রোহিতপুর ইউনিয়নের লাখিরচর এলাকার বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনার নামে ব্যবসায়ীদের কাছ থেকে ২৪হাজার টাকা হাতিয়ে নেয়।

এসময় স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা আমাকে বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক আমি লাখিরচর এলাকায় পৌঁছে মোবাইল কোর্ট লেখা গাড়িটিসহ প্রতারক চক্রের হোতা ভুয়া ম্যাজিস্ট্রেট মনির হোসেনকে হাতে নাতে আটক করি। আটককৃত মনির একজন পেশাদার প্রতারক। কিন্ত আমরা সেখানে যাওয়ার আগে মনিরের সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

তিনি জনসাধারণের উদ্দেশ্যে আরো বলেন, এ ধরনের ঘটনা কেরানীগঞ্জের যেখানেই ঘটবে সঙ্গে সঙ্গে আমাকে কল করে জানাবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর