কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ জুন ২০২৩, ১৯:৫৮

সংগৃহীত ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মিজানুর রহমান (৪৭) নামে এক কয়েদি মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. শিহাব বলেন, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মিজানুর রহমান। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারাগারে তিনি কয়েদি (কয়েদি নং-৪২৮৬/এ) হিসেবে ছিলেন। তবে কী মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর