ডিএমপির ৫ এডিসিকে বদলি

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ জুন ২০২৩, ০৮:৫৫

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি কর্মকর্তারা হলেন- ডিবি-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানকে ডিএমপির প্রটেকশন বিভাগে, ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলামকে ডিবি-উত্তরা বিভাগে, ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসমিন সাইকা পাশাকে উইম্যান সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারে, সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাতকে ডিবি-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমে এবং উইম্যান সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানজিদা আফরিনকে ক্রাইম-১ বিভাগে বদলি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর